GameFi কি এবং কেন এটি ওয়েসিসের উপর নির্মাণ করা হয়েছে

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali

--

Disclaimer: This post is a community translation produced by a member of the Oasis network community. Strict checks are made to provide accurate translations, but they may be subject to errors or omissions. Oasis Network is not responsible for the accuracy, reliability or currency of the translated information. Original publication in English What is GameFi and Why Build on Oasis

স্বত্বাধিকার : এই পোস্টটি Oasis network সম্প্রদায়ের এর একজন সদস্য দ্বারা অনুবাদীতো । যদিও সঠিক অনুবাদ করার জন্য কঠোর পরীক্ষা করা হয়, তার পরও সেগুলি ত্রুটি বা বাদ পড়ার বিষয় থাকতে পারে । Oasis network অনুবাদকৃত তথ্যের নির্ভুলতা, নির্ভরযোগ্যতা বা মুদ্রণ এর জন্য দায়ী নয়। ইংরেজিতে মূল প্রকাশনা দেখুন What is GameFi and Why Build on Oasis

ডেভেলপার দের উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতা দেখানোর জন্যে ব্লকচেইন গেমিং-এ ওয়েসিস ব্লুম হ্যাকাথন (Oasis Bloom Hackathon) হচ্ছে একটি সুযোগ।

GameFi অথবা খেলে উপার্জন করা (Play to earn) একটি অসাধারণ, উর্ধগামী ক্রিপ্টকরেনসি ট্রেন্ড যা উল্লেখ্যযোগ্য মাত্রায় আকর্ষণ অর্জন করেছে। ইহা DeFi এবং NFT (non-fungible tokens) গুলো কে একসাথে করে একটি ভিডিওগেম প্লে-এর পুরস্কার পদ্ধতি র সাথে মিলিত করেছে, যা ইউসার দের অনুমতি দেয় তাদের সময় ইনভেস্ট করে গেমিং এ টোকেন পুরস্কার উপার্জন করার জন্যে।

ট্রেডিশনাল গেমিং মডেলের বিপরীতে যা প্লে টু উইন মডেল ব্যবহার করে, GameFi মডেল খেলোয়াড় দের ইনসেনটিভ দিয়ে তাদের রিওয়ার্ডিং গেম-এ আরো এডভান্স হতে বলে এবং বিভিন্ন উপার্জন এর উৎস কে উপভোগ করতে বলে। GameFi ভিডিওগেম ও ব্লকচেইন কে একত্রিত করে গেমার দের জন্যে একটি চিত্তাকর্ষক রিওয়ার্ড অভিজ্ঞতা সৃষ্টি করে।

চিরাচরিত ভাবে, গেমের বাইরে ইন-গেম সম্পদ গুলো কুনো ভ্যালু রাখে না ; তাও, GameFi খেলোয়াড়দের তাদের ইন-গেম সম্পদ কে বাস্তব বিশ্বের মূল্যে পরিণত করতে দেয় বহিরাগতভাবে NFT মার্কেটপ্লেস এর থার্ড পার্টি অথবা ইন-গেম এর অন্যান্য খেলোয়াড়দের সাথে ডিজিটাল আইটেম ট্রেড এর দ্বারা। P২E গেমিং ইকোসিস্টেমে থাকে:

  • একটি ইন-গেম কারেন্সি (নেটিভ অথবা অন্য কোনো অনুমোদিত ক্রিপ্ট)
  • একটি মার্কেটপ্লেস ইন-গেম অথবা আরো বিভিন্ন সহায়ককারী আইটেম এর ট্রেড’র জন্যে
  • একটি টোকেন ইকোনোমি যা গেমিং কমিউনিটি পরিচালনা করে থাকে

সবচেয়ে জনপ্রিয় প্লে টু আর্ন গেম এবং প্ল্যাটফর্ম কোনগুলো ?

এখানে অনেক সফল P2E প্ল্যাটফর্ম এবং গেম রয়েছে। উল্লেখযগ্য কিছু নাম হলো :

Axie Infinity: Axie-এর গেম প্লে সাদৃশ্য স্থাপন করে পোকেমন গো এবং ক্রিপ্টকিটিস এর সাথে; খেলোয়াড় রা বংবৃদ্ধি করে, ট্রেইন করে ও সংগ্রহ করে রাখে Axie নামক এক প্রাণীর এবং ই-গেম টোকেন আয় করে যাকে বলা হয় ‘স্মুথ লাভ পশনস (SLP)। সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত Axie Infinity’র মাসিক ইউসার ছিল ২ মিলিয়ন এর কাছাকাছি।

Decentraland: এই প্ল্যাটফর্ম টি সর্বপ্রথম পুরোপুরি বিকেন্দ্রিত ভার্চুয়াল পৃথিবী। 2D পিক্সেলেটেড গ্রিড দ্বারা শুরু করে, Decentraland 3D ভার্চুয়াল রিয়েলিটি ইউনিভার্স এ বিবর্ধিত হয়েছে; খেলোয়াড় রা ভার্চুয়াল ল্যান্ড কিনতে পারে, ডেভেলপ করতে পারে, ও বিক্রি করতে পারে ব্যাপক মেটাভার্স এ। Decentraland হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এর টপ গেমিফাই কয়েন এর মাঝে একটি।

The Sandbox: একটি ভার্চুয়াল গেমিং ওয়ার্ল্ড যেখানে খেলোয়াড় রা তাদের গেমিং অভিজ্ঞতা কে তৈরী, নিজস্ব এবং নগদীকরণ করতে পারে। স্যান্ডবক্স ব্লকচেইন গেমিং প্ল্যাটফর্মে রয়েছে ৩টি একত্রিত প্রোডাক্ট যা একটি বিস্তীর্ন অভিজ্ঞতা প্রদান করে ইউসার জেনারেটেড কন্টেন্ট (UGC) তৈরির মাধ্যমে। একত্রিত প্রোডাক্ট গুলো পরবর্তীতে আরো সুবিধা দেয় ইউসার দের ব্লকচেইন ও স্মার্ট চুক্তির কপিরাইট মালিকানা রক্ষিত করার অনুমতি দিয়ে তাদের ইউসার দের তৈরী প্রোডাক্ট এর জন্য।

MOBOX Platform: MOBOX তৈরী হয় ক্রমবর্ধমান DeFi ইকোসিস্টেমের উপর ও GameFi ইনফ্রাস্ট্রাকচার তৈরী করে লিকুইডিটি পুল, ইয়েল্ড ফার্মিং এবং NFT গুলোর সাথে। MOBOX একটি বিস্তৃত রকমের একশন প্যাক্ড গেম ফিচার করে যা শিক্ষণীয় এবং আমোদজনক।

এই তিনটি প্ল্যাটফর্ম বিবিধ আয়ের মেকানিজম প্রদর্শন করে, ইন-গেম আইটেম-এর ট্রেডিং হতে শুরু করে অথবা ভার্চুয়াল সম্পত্তির উন্নয়ন করা ভবিষ্যতের জন্যে। ভবিষ্যৎ GameFi প্ল্যাটফর্ম গুলোর জন্য প্রয়োজন আছে একটি স্কেলেবল, বিশ্বস্ত, এবং বহুমুখী ব্লকচেইন ফাউন্ডেশন এর যা চরম মাত্রার গেমিং এনজয়মেন্ট কে নিশ্চিত করে।

এমারেল্ড প্যারাটাইম (Emerald ParaTime) : ওয়েসিস নেটওয়ার্ক কেন যথাযত GameFi এর জন্যে

GameFi হচ্ছে একটি উত্তেজনাপূর্ন নতুন ইন্ডাস্ট্রি যা গেমার দের প্রিমিয়াম গেম খেলার সুবিধা প্রদান করে সারাপৃথিবী জুড়ে। ডিমান্ড এর সাথে গতি মিলিয়ে রাখতে, GameFi-এর দরকার বহুমুখী ও স্কেলেবল প্লাটফর্ম যাতে করে খেলোয়াড় রা সর্বোচ্চ কুয়ালিটির অভিজ্ঞতা নিতে পারে একটি প্রগতিশীল গেমিং নেটওয়ার্ক এ। ওয়েসিস কোনো ধরণের বিলম্ব ছাড়াই গেম-প্লে নিশ্চিত করে এর এমারেল্ড প্যারাটাইম — অফিসিয়াল EVM সামঞ্জস্যপূর্ণ প্যারাটাইম দিয়ে।

এমারেল্ড অনুমতি দেয় :

  • ফুল EVM কম্প্যাটিবিলিটি
  • EVM-ভিত্তিক DApps এর সহজ মিশ্রণ, যেমন DeFi, NFT, মেটাভার্স, এবং ক্রিপ্ট গেমিং
  • স্কেলেবিলিটি — লেনদেনের থ্রুপুট বাড়ানো
  • কম-খরচ — ৯৯%+ কম ফি ইথেরিয়াম থেকে
  • ক্রস চেইন ব্রিজ ক্রস চেইন ইন্টেরোপেরাবিলিটি কে এনাবল করতে

ডেভেলপার রা পুরো সহায়তা পান ওয়েসিস এ বিশ্ব নির্মাণের জন্য ; EVM সামঞ্জস্যপূর্ন ও সহজ DApp মিলিতকরন বোঝায় যে ডেভেলপার রা কপিউটেশনাল উপকারিতা পেতে পারেন এমারেল্ড প্যারাটাইম ব্যবহার করে, দ্রুত লেনদেন এর সময় এবং মাল্টিচেইন ফাংশনালিটি সমেত। ওয়েসিসের কম গ্যাস ফি এবং উচ্চ স্কেলেবিলিটি একে একটি নিখুঁত প্ল্যাটফর্ম বানায় GameFi dApps এর জন্যে।

GameFi এর টাইটেল প্রায়ই একটি ইকোসিস্টেম তৈরী করে বিশেষ গেমিং অভিজ্ঞতার জন্যে এবং ইন গেম ট্রেডিং সমর্থন করে; এমারেল্ড এর সমর্থন DeFi, NFT, ও মেটাভার্স একটিভিটি তে ইন গেম কারেন্সি ও টোকেন ইকোনোমির উন্নয়ের জন্যে প্রয়োজনীয় ভিত্তি স্হাপন করে একটি ক্রিপ্ট গেমিং ইকোসিস্টেমে উপস্থিত মার্কেটপ্লেসে।

ওয়েসিস ব্লুম হ্যাকাথন : নতুন GameFi শিরোনাম আনা

ব্লকচেইন গেমিং এর একটি প্রয়োজনীয় অংশ হলো একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ AAA গেমিং টাইটেল ; আমরা হয়তো ওয়েসিস ব্লুম হ্যাকাথনে একটি নতুন ভারী ওজনের ফ্র্যাঞ্চাইজির জন্ম নিতে দেখছি?

যে ডেভেলপার রা অংশ নিয়েছে তাদের জন্য আইডিয়া:

  • একটি FPS গেম যেখানে শেষ দাঁড়ানো খেলোয়াড় পুরস্কার গ্রহণ করবে একটি রাজকীয় যুদ্ধের পর, বা যে খেলোয়াড় সর্বনিম্ন মৃত্যু সহ থাকবে সে একটি ক্রিপ্ট পুরস্কার পাবে ক্যাম্পেইন এর পর। গেমটি ইন-গেম আইটেম যুক্ত করতে পারে একজন খেলোয়াড় এর বেঁচে থাকার জন্য।
  • সার্কিট যুক্ত ফর্মুলা ১ রেসিং গেম ভিন্ন স্টেজ এ মেভার্স অথবা বিভিন্ন মেটাভার্স এ; দর্শনার্থীরা অর্থ দিয়ে রেস্ দেখে। গেমটিতে F1 রেস দেখার জন্য অর্থ প্রদানকারী ব্যবহারকারীদের বাস্তব-বিশ্বের উপাদান অন্তর্ভুক্ত থাকতে পারে। রেসার রা পুরস্কার গ্রহণ করে দর্শনার্থী দের থেকে উপার্জন করা আয়ের দ্বারা; তারা ইন-গেম কেনার মাধ্যমে নিজেদের গাড়ি কে কিনতে/আপগ্রেড করতে পারে।
  • একটি টার্ন বেস্ড স্ট্রেটেজি গেম, যেখানে খেলোয়াড় দেড় তাদের ক্যারেক্টার অথবা আর্মি কাস্টমাইজ করতে হয় এবং অন্যান্য খেলোয়ার বা আর্মি দের হারিয়ে দিতে হয় মজা এবং সুকৌশলী যুদ্ধে। খেলোয়াড় রা সেনাদল কে প্রশিক্ষণ দিতে পারে এবং আইটেম কেনা/জিততে পারে যা যুদ্ধের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই যুদ্ধ সরঞ্জাম গুলি হচ্ছে NFT যার ভিন্ন মাত্রা আছে বিরলতা, উপজোগিতা,এবং কার্যকারিতার দিক দিয়ে। এই ইন গেম NFT গুলো একটি ইন্টিগ্রেটেড মার্কেটপ্লেস দ্বারা ট্রেড করা যায় অন্যান্য খেলোয়াড় বা বহিরাগত মার্কেটপ্লেস এর মধ্যে, গেমিং অভিজ্ঞতার মুদ্রায়ণের অনুমতি দিয়ে।

ওয়েসিস এ, আমরা সৃষ্টিশীলতা এবং নতুনত্ব কে অনুপ্রাণিত করি ,সেজন্যই আমরা পরবর্তী ব্লুম হ্যাকাথন হোস্টিং করছি। ইটা হচ্ছে ডেভেলপার দেড় জন্যে একটি সুজোগ তাদের কল্পনা কে ছুটতে দেয়ার, এবং বড় রিওয়ার্ড সহ অফারে, এই ইভেন্ট টি মিস করা যাবেনা!

কিভাবে প্রবেশ করবেন: শুরু করতে, দয়া করে আমাদের হ্যাকাথন পেইজ ঘুরে আসুন এবং আপনার এপ্লিকেশন সাবমিট করুন মে ২, ২০২২ এর মধ্যে।

গেইম ডেভেলপার দের একটি সুজোগ আছে তাদের শৌর্য প্রদর্শন করার ওয়েসিস এর পরবর্তী ব্লুম হ্যাকাথন এ। সবচেয়ে গৌরবময় এবং সেরা দল $২০০,০০০ পর্যন্ত ক্যাশ পুরস্কার পেতে পারে ওয়েসিস এমারেল্ড, আমাদের EVM সামঞ্জস্যপূর্ণ প্যারাটাইম এ GameFi dApp ডেভেলপ করে।

আর কিছু দিনের মধ্যেই ওয়েসিস ব্লুম হ্যাকাথন এর উদ্বোধনী দিন চলে আসবে; আপনার স্পট টি রেজিস্টার করুন এই লিংক অনুসরন করে !

আমরা পরবর্তী ফ্লাগশিপ GameFi প্রজেক্ট দেখার জন্যে উন্মুখ !

--

--

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali

Blockchain Researcher + Developer, Oasis Protocol , Ocean Protocol & Algorand Ambassador, educationist,Young Economist