Oasis ROSE Wallet শুরু করার নির্দেশিকা

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali
7 min readSep 29, 2021

আমাদের সবাইকে কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে, এবং যদি আপনি রোজ টোকেনের মাধ্যমে আপনার যাত্রা শুরু করতে চান। এই নিবন্ধের চেয়ে ভাল জায়গা আর নেই যাতে আপনি আপনার Wallet সেট আপ করতে পারেন, ROSE টোকেন প্রেরণ এবং গ্রহণ করতে পারেন এবং আপনার টোকেনগুলিতে Staking বা মজুদকরণ বাড়তি উপার্জনের জন্য কীভাবে অংশ নিতে হয় তাও শিখতে পারবেন ।

এটি হলো ওয়েসিস পরিবার এর মধ্যে থেকে সর্বাধিক অনুরোধ করা প্ল্যাটফর্ম যার মাধ্যমে একটি নিরাপদর সাথে ROSE টোকেন সংরক্ষণ এবং শেয়ার করা যাবে ।

চলুন যেকোন অফিশিয়াল official Oasis ROSE wallet এর সাথে পরিচয় হই !

চলুন , Official Oasis ROSE web wallet এর সাথে পরিচয় হই !

আজ থেকে, ROSE সম্পর্কিত সমস্ত কিছুর জন্য প্রথম পাতায় Web Wallet চালু হয়েছে এবং যখন ই আপনার প্রয়োজন হবে তখন ই আপনার ROSE Wallet তে দ্রুত এবং সহজ প্রবেশ এর জন্য (Browser extension) ব্রাউজার এক্সটেনশন ও চালু হয়েছে ।

এই নির্দেশিকা Web Wallet এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আপনাকে পরিচিত হতে সাহায্য করবে এবং আপনি জানতে পারবেন যে:

১. একটি wallet তৈরি করা।
২. আপনার অ্যাকাউন্টে ROSE Token জমা করার উপায়।
৩. একটি Wallet “আমদানি” বা Import করা অথবা আপনার “Ledger” (hardware wallet ) লেজার হার্ডওয়্যার wallet লিঙ্ক করা।
৪. ROSE Token পাঠানো এবং গ্রহণ করা।
৫.আপনার ROSE Token “মজুদ” বা STAKE করা।
৬.”মজুদ” বা STAKE কৃত টোকেন পুনরুদ্ধার করা।

উভয় Wallet পরিচালনার বিষয়টি খুব সহজে এবং দ্রুত বুজতে , আমরা এখানে web wallet এবং browser extension উভয়ের জন্য আলাদা দুটি ভিডিও তৈরি করেছি। ভিডিও গুলো দেখতে লিংক গুলোতে ক্লিক করুন।

একটি wallet তৈরি করা

লিংক গুলো আপনি এখানে খুঁজে পাবেন

উভয় wallets তৈরি করার অনুরূপ সেট -আপ প্রক্রিয়া রয়েছে, একটি অত্যন্ত নিরাপদ wallets তৈরি করতে mnemonic phrase মাধ্যমে যা কিনা (web wallet এর জন্য ২৪ শব্দ ও Browser extension wallet এর জন্য ১২ শব্দ )।

একটি wallet তৈরি করতে Create new wallet এ ক্লিক করুন এবং আপনাকে আপনার শব্দগুলো দেখানো হবে (নীচের মতো)। আপনার এটি বিশেষত নিরাপদ কোথাও কপি করে সংরক্ষণ করা উচিত, বিশেষত offline এ যেখানে এটি ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আপনার ফাইলগুলি থেকে হ্যাকারদের থেকে নিরাপদ থাকবে । যদি আপনি এটি হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার wallet এর অধিকার এবং এতে আপনি আর প্রবেশ করতে পারবেন না, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ।

একবার আপনি আপনার শব্দ গুলো নিরাপদ জায়গায় সংরক্ষণ করবেন ,এবং নিশ্চিত করুন যে আপনি এটি করেছেন এবং এটি আপনাকে শূন্যস্থান পূরণ করতে বলবে নিচের চিত্রের মতো

তারপর শূন্যস্থানগুলো পূরণ করবেন !ব্যাস আপনার wallet তৈরী হয়ে গেলো আপনি আপনার wallet হোমপেজটি দেখতে পাবেন অ্যাকাউন্টের মোট ব্যালেন্স, আপনার কাছে কতটা টোকেন আছে, আপনি কতটা মজুদ বা স্টেক করেছেন এবং আপনি কতগুলো টোকেন আপনি “ডেবন্ডিং” এর অধীনে স্টেকিং থেকে ছাড়িয়ে নেয়ার জন্য অপেক্ষা করছে তাও দেখতে পাবেন ।

স্পষ্টতই আপনার নতুন একাউন্টে ROSE থাকার কথা না তাই পরবর্তী ধাপ হলো আপনার অ্যাকাউন্টে টোকেন যুক্ত করা !

আপনার অ্যাকাউন্টে কিভাবে ROSE TOKEN জমা করবেন ?

যারা একদম নতুন শুরু করছেন তাদের জন্য, আপনি Binance এবং KuCoin সহ অনেক বড় বড় এক্সচেঞ্জে থেকে ROSE কিনতে পারেন — CoinMarketCap here. এ গিয়া দেখতে পারেন আরো কোন কোন এক্সচেঞ্জে থেকে আপনি ROSE কিনতে পারেন ।

এরপর ROSE টোকেন কেনা হয়ে গেলে এটি আপনার ROSE wallet এ স্থানান্তর করা খুব সহজ — শুধু আপনার wallet ঠিকানা কপি করে পেস্ট করুন (নিচের ছবিতে দেখানো হয়েছে ) এবং আপনার নতুন wallet এ ROSE TOKEN গুলো পাঠান ।ব্যাস ! হয়ে গেলো

আপনার বর্তমান Wallet import করুন অথবা আপনার “Ledger” (hardware wallet ) লেজার হার্ডওয়্যার Wallet লিঙ্ক করুন

যদি আপনি আপনার বর্তমান Wallet import করতে চান বা আপনার “Ledger” (hardware wallet ) লেজার হার্ডওয়্যার wallet এর সাথে লিঙ্ক করতে চান ।
তাহলে হোম স্ক্রিনে ফিরে যান এবং Open Wallet এ ক্লিক করুন (নিচের ছবিতে দেখানো হয়েছে ):

এখানে আপনি আপনি আপনার বর্তমান Wallet import করে খুলতে ৩ টি বিকল্প পন্থা পাবেন:

  • Mnemonic — আগের থেকে আপনার সংরক্ষিত Mnemonic phrase ব্যবহার 8 করুন ( যা আগেই নিরাপদ কোথাও সংরক্ষণ করেছিলেন),
  • Private Key — আপনার “Private Key” এখানে কপি করে বসাতে পারেন;
  • Ledger (hardware wallet) — এটি বেবহার করার জন্য আপনি আপনার USB পোর্ট এ সংযুক্ত করুন;

Web wallet বা Browser extension এর সাথে একটি Ledger (hardware wallet) ব্যবহার করে ওয়েসিস নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন হলো সবচেয়ে নিরাপদ উপায়; এর ফলে আপনার টোকেনগুলোর নিরাপত্তা আপনার হাতেই থাকে এবং আপনি যেকোনো সময় ইন্টারনেট থেকে এর সংযোগ বিচ্ছিন্ন করে টোকেনগুলোকে নিরাপদ এ রাখতে পারেন ।

ROSE TOKEN পাঠানো এবং গ্রহণ করা :

ইতিমধ্যে আমরা কিভাবে ROSE TOKEN গোল wallet জমা করতে হয় তা জেনেছি কিন্তু ROSE TOKEN পাঠানো যে অনেক দ্রুত, সহজ বা সস্তা হতে পারে তা কি জানি । ROSE TOKEN — এর একটি wallet থেকে অন্য wallet এ যেতে প্রায় মাত্র ৬ সেকেন্ড সময় লাগে — যা কিনা অন্যান্য L1 ব্লকচেইনের চেয়ে অনেক দ্রুত এবং খরচের দিক থেকেও অত্তান্ত নগন্য ।

ROSE TOKEN পাঠাতে হলে :

  • আপনার wallet খুলুন
  • “প্রাপক” এর wallet address লিখুন
  • আপনি যে পরিমাণ TOKEN পাঠাতে চান তা লিখুন
  • “Send” এ ক্লিক করুন
  • নিশ্চিত করুন যে আপনার transaction details সঠিক আছে
  • ব্যস লেনদেনটি সম্পন্ন! (নিচের চিত্রটি দেখতে পারেন)

আপনার লেনদেনটি সফল হলে নীচের চিত্রের মত একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

আপনার লেনদেনের transactions history আপনি এখান থেকে দেখতে পারেন ।

আপনার ROSE TOKEN “মজুদ” বা STAKE করা

আমাদের নতুন web wallet এর সবচেয়ে উৎসাহব্যঞ্জক বৈশিষ্ট হল আপনার “মজুদ” বা STAKE কে সরাসরি network validators দের কাছে জমা করা এবং সেই সাথে network validator হিসেবে উপার্জন করা — যা কিনা আপনার “মজুদ” বা STAKE এর পরিমাণের উপর নির্ভর করে, আপনি কি পরিমান উপার্জন করবেন ।

এখানে আপনি সমস্ত সক্রিয় network validator এর তালিকা , তাদের মোট delegated এর পরিমাণ এবং তাদের “ফি” -এর পরিমান ,এবং আপনার “মজুদ” বা STAKE এর উপার্জন থেকে তারা কি পরিমান ফি নেয় তও জানতে পারবেন খুব সহজে ।

টিপস : এই লিংক এ গিয়ে আপনি আপনার “মজুদ” বা STAKE এর উপর কি পরিমান উপার্জন করতে পারবেন তা অগ্রিম হিসাব করতে পারেন।

validators দের যেকোনোটিতে ক্লিক করে আপনি তাদের বিস্তারিত জানতে পারেন :

  • validators দের rank নির্ভর করে কে কি পরিমাণের জমা রেখেছে তার উপর
  • মোট কি পরিমাণ জমা ROSE TOKEN “মজুদ” বা STAKE করা হয়েছে
  • আপনার ROSE TOKEN “মজুদ” বা STAKE এর উপর বাৎসরিক কি পরিমান আপনি উপার্জন করতে পারেন
  • আপনার বাৎসরিক উপার্জন কি পরিমান উঠানামা করতে পারে
  • validators এর অবস্থা, মানে সক্রিয় নাকি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে

এখানে আপনি নেটওয়ার্ককে সুরক্ষিত করার জন্য delegate হিসেবে আপনি আপনার “মজুদকৃত “ বা STAKE কৃতটোকেনগুলির একটি অংশ উপার্জন করতে পারেন। Mainnet চালু হবার পর থেকে সময়ের সাথে সাথে পুরস্কারগুলি হ্রাস পাচ্ছে, পুরস্কারের সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে Schedule here.

ROSE delegate হিসেবে কাজ করতে , আপনি যে পরিমাণ অংশ “মজুদ “ বা STAKE করতে চান তা ইনপুট করুন এবং Delegate বোতামে ক্লিক করুন।

মনে রাখবেন যে , একবার আপনার টোকেনগুলি জমা হয়ে গেলে আপনি সেগুলি তাত্ক্ষণিক উত্তোলন বা ব্যাবহার করতে পারবেন না। বর্তমানে এই সময়সীমা ১৪ দিন যার পর এটি আপনার wallet এর মজুদ থেকে ছাড়িয়ে নিতে পারবেন ।

মজুদকৃত টোকেনগুলি পুনরায় দাবি করুন

যদি টোকেনগুলি মজুদ থেকে ছাড়িয়ে নেয়ার সময় হয় এবং আপনি আপনার কিছু মজুদকৃত রোজ পুনরায় দাবি করতে পারেন । আপনার ““active delegations” “ ট্যাবে যান এবং আপনি যে সমস্ত রোজ “মজুদ “ বা STAKE করেছেন তা দেখতে পাবেন।

টোকেনগুলি পুনরায় দাবি করতে আপনাকে কেবল যা করতে হবে:

  • আপনি যে delegation থেকে দাবি করতে চান তাতে ক্লিক করুন,
  • আপনি যে পরিমাণ টোকেন পুনরুদ্ধার করতে চান তা লিখুন
  • লেনদেনের বিবরণ পর্যালোচনা করুন এবং নিশ্চিত করতে “confirm” এ ক্লিক করুন
  • ব্যস !— টোকেনগুলি পুনরায় বেবহার যোগ্য হয়ে গেলো

আপনি এখন দেখতে পাবেন যে “debonding delegations” ট্যাবের মধ্যে debonding লেনদেনসমূহ এবং টোকেনগুলি প্রত্যাশিত “Epoch” ( মানে যে সময় বিতরণ করা হবে )।

পরিশেষ

এই ছিল নতুন web wallet ও browser extension শুরু করার নির্দেশিকা ও বিস্তারিত পরিচিতি ।আপনি আরও কোন প্রশ্ন জিজ্ঞাসা খাকলে কমিউনিটিতে প্লাটফর্ম গুলোতে যুক্ত হয়ে জিজ্ঞাসা করতে পারেন।

You can also see the walkthrough videos for both

মূল ইংরেজি প্রবন্ধ দেখতে এখানে ক্লিক করুন

--

--

Md.Mahmudul Hasan Chowdhury
Oasis Foundation Bengali

Blockchain Researcher + Developer, Oasis Protocol , Ocean Protocol & Algorand Ambassador, educationist,Young Economist